ইউট্রোফিকেশন বলতে কী বোঝায়?

ইউট্রোফিকেশন বলতে কী বোঝায়?

গ্রিক শব্দ “ইউট্রোফি” (Eutrophy) থেকে ইংরেজি “ইউট্রোফিকেশন” (Eutrophication) কথাটি এসেছে। ইউট্রোফিকেশন হল হ্রদের তলদেশে জৈব পদার্থ ক্রমাগত জমা হওয়ার ফলে হ্রদ ভরাট হওয়ার পদ্ধতি। এই পদ্ধতিতে হ্রদ মজে গিয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। বড়ো পুকুরও ইউট্রোফিকেশন-এর জন্য ডোবায় পরিণত হতে পারে।

ইউট্রোফিকেশনের কারণ কী?

ইউট্রোফিকেশন হওয়ার কারণ হল পুকুর বা হ্রদের চারপাশের জমি থেকে নানা রকম সার কা পুষ্টিকর পদার্থ, যেমন— ফসফেট (Phosphate) ধুয়ে এসে পুকুরের জলে মিশলে ওই জলে শৈবাল, কচুরিপানা প্রভৃতি জলজ উদ্ভিদগুলি খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করে। এইভাবে প্রাকৃতিক নিয়মে মরা উদ্ভিদের দেহাবশেষ ক্রমাগত হ্রদ বা পুকুরের নীচে জমা হয় এবং জলাশয়টি মজে যেতে থাকে। ইউট্রোফিকেশনের চরম অবস্থায় জলজ উদ্ভিদের পরিমাণ খুব বেড়ে গেলে জলে দ্রবীভূত অক্সিজেনের সবটা তারাই নিজেদের কাজে ব্যবহার করে ফেলে। ফলে সমস্ত জলজ প্রাণী, যেমন— মাছ, পোকামাকড় ইত্যাদি অক্সিজেনের অভাবে মারা যায়। সে কারণে ইউট্রোফিকেশন হল এক ধরনের পরিপোষক-ঘটিত জলদূষণ। প্রসঙ্গত পরিপোষক হল পুষ্টিকর পদার্থ।

ইউট্রোফিকেশন কীভাবে ঘটে?

প্রাকৃতিক উপায়ে ও মানুষের কিছু কাজের ফলে ইউট্রোফিকেশন হতে পারে। যেমন—

ইউট্রোফিকেশনের প্রাকৃতিক উপায় :

  • ভূমিক্ষয়ের ফলে বা বৃষ্টির জলের সঙ্গে মাটি তার উর্বর পদার্থ সমেত পুকুর বা হ্রদের জলে মিশতে থাকলে।

ইউট্রোফিকেশনের জন্য মানুষের তৈরি উপায় :

  • চাষ-আবাদের জন্য ব্যবহৃত ফসফেট সারের কিছুটা জলে ধুয়ে শেষ পর্যন্ত পুকুর বা হ্রদের জলে মিশলে ।
  • কাপড় কাচা ডিটারজেন্টের মাধ্যমে সোডিয়াম ট্রাইফসফেট (Na5, P3, O10) জলে মিশ্রিত হলে।
  • আবর্জনা শোধন কেন্দ্র বা “ট্রিটমেন্ট প্লান্ট” (Treatment Plant) থেকে নির্গত অজৈব পরিপোষক (যেমন সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্লোরিন, ক্যালসিয়াম ইত্যাদি) পুকুর বা হ্রদের জলে মিশে যাওয়ার সুযোগ পেলে ।
  • আবর্জনা দিয়ে পুকুর বা হ্রদ ভরাট করলে ইউট্রোফিকেশন হয়।

ইউট্রোফিকেশন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

ইউট্রোফিকেশন নিয়ন্ত্রণ করার উপায় হল

  • নদীতে, পুকুরে, হ্রদে বা অন্যান্য জলাশয়ে নোংরা ময়লা ফেলা বন্ধ করতে হবে। অথবা ওই বর্জ্যগুলিকে পরিশোধন করে তবেই তাদের জলে নিক্ষেপ করতে হবে।
  • শ্যাওলা যাতে না জন্মায় সেদিকে লক্ষ রাখতে হবে। জলাশয় থেকে নিয়মিত শ্যাওলা পরিষ্কার করতে হবে।
  • উপযুক্ত পরিমাণে কপার সালফেট (কিউপ্রিক সালফেট) ও সোডিয়াম আর্সেনাইট(NaAsO2) প্রয়োগ করতে হবে।

Leave a Comment