কর্মসংস্থান বা পেশাগত নিযুক্তি কী?
নিযুক্তি বা নিয়োগ বা এমপ্লয়মেন্ট (employment) বলতে শ্রমের বিনিময়ে আয় করা বা জীবনধারণের উপাদান সংগ্রহের পদ্ধতিকে বোঝায়। এই নিযুক্তি ব্যক্তিগত ইচ্ছা-প্রণোদিত হতে পারে বা পারিপার্শ্বিকতার চাপে ঘটতে পারে।
পেশা কী ?
প্রথাগত শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে আয়ের উদ্দেশ্যে মানুষ যে ধরণের কাজকে বেছে নেয় বা
কাজে অংশগ্রহণ করে, তাকে পেশা বা প্রফেসন (profession) বলে।
Blue কলার ওয়ার্কার কী ও কারা ?
এই ধরনের ‘জব’ (job) বা কাজ হল দৈহিক পরিশ্রমসাধ্য কাজ। এই কাজের বিনিময়ে দৈনিক বা সাপ্তাহিক মজুরি পাওয়া যায়। দৈহিক শ্রমে নিযুক্ত শ্রমিক শ্রেণিকে সাধারণত ব্লু কলার ওয়ার্কার (Blue Collar worker) বলা হয়। বস্তুত, যে সমস্ত শ্রমিক প্রচুর পরিশ্রম করেন, তাঁদের পোশাকের রং সাধারণত নীল (blue) রঙের হয়ে থাকে। এতে জামার কলারের ময়লা সহজে নজরে আসে না। তাই এই শ্রমিকদের “ব্লু কলার ওয়ার্কার” বলে।
ব্ল্যাক কলার ওয়ার্কার কী ও কারা ?
এঁরা খনি শ্রমিক। বিশেষত কয়লা খনির ও খনিজ তেলের কারখানার শ্রমিকদের ব্ল্যাক কলার ওয়ার্কার (Black Collar worker) বলে।
হোয়াইট কলার ওয়ার্কার কী ও কারা ?
১৯৩০ সালে আপটন সিনক্লেয়ার মাস মাইনের অফিস কর্মচারীদের হোসাইট কলার ওয়ার্কার
(White Collar worker) আখ্যা দেন। অফিসের কেরানি ও ম্যানেজমেন্ট-এর লোকজন সাধারণত সাদা
রঙের জামা পরেন বলে, অফিস কর্মচারীদের হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়।
পিঙ্ক কলার ওয়ার্কার কী ও কারা?
সাধারণত পাঠাগার বা লাইব্রেরি, এরোপ্লেনের সহায়িকা, রিসেপশনিস্টের কাজ বা সেক্রেটারি স্তরের কাজের সঙ্গে যুক্ত মহিলা কর্মচারীদের পিঙ্ক কলার ওয়ার্কার (Pink collar worker) বলা হয়।
গ্রে কলার ওয়ার্কার কী ও কারা ?
কারিগরি ক্ষেত্রে নিযুক্ত বিশেষত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মচারীরা, হেল্থ কেয়ার প্রফেশনাল এবং দক্ষ টেকনিশিয়ানরা গ্রে কলার ওয়ার্কার (Gray Collar worker) নামে পরিচিত।
গোল্ড কলার ওয়ার্কার কী ও কারা ?
ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী প্রভৃতি সুদক্ষ পেশাদার মানুষদের গোল্ড কলার ওয়ার্কার (Gold Collar worker) বলা হয়। এঁদের কাজ সম্মানের এবং এই পেশা আরও বেশি।
রেড কলার ওয়ার্কার কী ও কারা ?
সরকারি দপ্তরের কর্মচারীদের রেড কলার ওয়ার্কার (Red Collar Worker) বলা হয়।
গ্রিন কলার ওয়ার্কার কী ও কারা ?
পরিবেশবান্ধব কাজের সঙ্গে পেশাগত ভাবে যুক্ত মানুষদের গ্রিন কলার ওয়ার্কার (Green Collar worker) বলে। এঁরা পরিবেশ সংক্রান্ত নীতি নির্ধারণ, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ও উন্নতির ব্যাপারে কাজ করেন।
ইয়োলো কলার ওয়ার্কার কী ও কারা ?
ফটোগ্রাফার, ফিগন নির্দেশক বা বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের ইয়োলো, কলার কার
(Yellow Collar worker) বলা হয়।
ওপেন কলার ওয়ার্কার কী ও কারা?
প্রধানত ইনটারনেটের মাধ্যমে ঘরে বসে যাঁরা অফিসের কাজ করেন, তাদের ওপেন বলার ওয়ার্কার (Open Collar worker) বলা হয়।
অর্থনৈতিক কাজের স্তরায়ন অনুসারে নিয়োগ বা নিযুক্তি কয় ধরনের ?
অর্থনৈতিক কাজের পাঁচটি স্বীকৃত স্তর আছে। এর প্রতিটি স্তরের কাজ আলাদা এবং পেশাগত
নিযুক্তির জন্য দক্ষতাও আলাদা, যথা- (১) প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, (২) দ্বিতীয় স্তরের
অর্থনৈতিক কাজ, (৩) তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ, (৪) চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ, এবং
(৫) পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ।
প্রথম স্তরের অর্থনৈতিক কাজ কী?
কৃষি, পশুপালন, মৎস্যশিকার ইত্যাদি কাজ হল প্রথম স্তরের কাজ (Primary Economic Activity)। উন্নতিশীল দেশগুলিতে আলোচ্য স্তরের কাজে নিযুক্তির পরিমাণ সবচেয়ে বেশি হয়। কারণ এই কাজে প্রাথমিকভাবে শিক্ষা বা বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। NSSO-CSO রিপোর্ট ২০১১-১২ অনুসারে ভারতে প্রথম স্তরের অর্থনৈতিক কাজে নিযুক্ত কৃষিশ্রমিকের হার ৪৭.১ শতাংশ।
দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ কী?
শিল্প সংক্রান্ত (industry) কাজ হল দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ (Secondary Economic Activity) অর্থাৎ ব্লু কলার জব (Blue Collar job)। পৃথিবীর উন্নত দেশগুলিতে শিল্পক্ষেত্রে নিযুক্তির পরিমাণ সবসময় প্রথম স্তরে নিযুক্তির চেয়ে বেশি। NSSO-CSO রিপোর্ট ২০১১-১২ অনুসারে ভারতে শিল্প ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকের হার ২৪.৪ শতাংশ।
তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ কী?
ব্যবসাবাণিজ্যের কাজ, ব্যাংক, বিমা, পরিবহণ ও যোগাযোগ ক্ষেত্রের কাজ হল তৃতীয় স্তরের কাজ (Tertiary Economic Activity)। একে পরিসেবা ক্ষেত্রের কাজও বলে। উন্নত দেশগুলিতে এই ক্ষেত্রে নিযুক্তির হার সবচেয়ে বেশি হয়। NSSO-CSO রিপোর্ট ২০১১-১২ অনুসারে ভারতে আলোচা ক্ষেত্রে নিযুক্তির পরিমাণ ২৮.৫ শতাংশ।
চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ কী?
জনপ্রশাসনের কাজ হল চতুর্থ স্তরের কাজ বা কোয়াটারনারি অর্থনৈতিক (Quaternary Economic Activity)। পিঙ্ক কলার ও রেড কলার শ্রমিকরা এই স্তরে নিযুক্ত হন।
পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ কী ?
কোনো বিশেষ প্রযুক্তিগত দক্ষতা দাবি করে যে ধরনের কাজ, সেই ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাজ হল পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পরামর্শদাতা বা কনসালট্যান্ট ইত্যাদি। গোল্ডেন কলার ও ইয়োলো কলার শ্রমিকরা এই শ্রেণিভুক্ত। পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজকে কুইনারি অর্থনৈতিক কাজ (Quinary Economic Activity)-ও বলে।