কষে দেখি 20 Class 6

কষে দেখি 20 Class 6

1. বৃত্তের ছবি দেখি ও নীচের প্রশ্নগুলির উত্তর খুঁজি

(a) O বিন্দু হল বৃত্তের কেন্দ্র

(b) OQ সরলরেখাংশ হল বৃত্তের ব্যাসার্ধ

(c) PQ সরলরেখাংশ হল বৃত্তের ব্যাস

(d) সরলরেখাংশ হল বৃত্তের ব্যাসার্ধ OP

(e) MN সরলরেখাংশ হল বৃত্তের জ্যা

(f) M ও N বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে।

(g) SR বৃত্তচাপ, SO ও RO ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের, অংশ হল বৃত্তকলা

(h) PQ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে অর্ধবৃত্ত

2. ঠিক বাক্যের পাশে (✔) ও ভুল বাক্যের পাশে (x) চিহ্ন বসাই।

(a) বৃত্তের সব ব্যাসই জ্যা।

(b) বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। x

(c) বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ ।

(d) বৃত্তকলা বৃত্তাকারক্ষেত্রের অংশ।

(e) বৃত্তচাপ বৃত্তের অংশ। x

(f) বৃত্তের কেন্দ্রে বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু।

(g) যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী।

3. একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি (স্কেল ও পেনসিল-কম্পাসের সাহায্যে)। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি।

উঃ। কেন্দ্র = O,

ব্যাসার্ধ = OA, OB,

ব্যাস = AB,

জ্যা = PQ, P

বৃত্তচাপ = MN

5. কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি।

উঃ

ব্যাসার্ধ = 2 সেমি

ব্যাস = 4 সেমি

ব্যাসার্ধ = 4 সেমি

ব্যাস = ৪ সেমি।

6. কোনো বৃত্তের বহত্তম জ্যা-এর 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি।

উঃ। বৃহত্তম জ্যা =ব্যাস = 10 সেমি

.:. ব্যাসার্ধ =5 সেমি।

Leave a Comment