Ganit prabha math class 6 math chapter 19 solution কষে দেখি–19

কষে দেখি–19 Class 6 | সময়ের পরিমাপ

1. আমার জন্ম তারিখ 19-11-1975। অর্থাৎ 1975 সালের 19 নভেম্বর। 10-10-2000-এ আমার বয়স কত ছিল হিসাব করি।

সমাধান :

বছরমাসদিন
199911+30
20001010
19751119
24 বছর10 মাস21 দিন

2. আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 06/06/2010 তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল।

সমাধান :

বছরমাসদিন
201066
1318
2011 বছর9 মাস24 দিন

3. এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব।

সমাধান : ভোট দেওয়ার অধিকার 18 বছর থেকে।

বছরমাসদিন
17 121130
180000
11710
6 বছর4 মাস20 দিন

4. আমার বাবার বয়স 52 বছর ৪ মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়ো। হিসাব করে দেখি আমার জ্যাঠামশায়ের বয়স কত ?

সমাধান :

বছরমাসদিন
বাবার বয়স52820
জ্যাঠামশাই বড়ো31026
55 বছর18 মাস46 দিন

=55 বছর (12 + 6) মাস (30 + 16) দিন

=(55 + 1) বছর (6 + 1) মাস 16 দিন

=56 বছর 7 মাস 16 দিন।

.:. জ্যাঠামশায়ের বয়স 56 বছর 7 মাস 16 দিন।

Leave a Comment