নিজে করি-19.1 সময়ের পরিমাপ
1. প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নীচে দিল। সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। (সময়রেখাটি পাঠ্যপুস্তকে দেখো। পৃ. 219)
সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে- 6.00 am-এ | পড়তে বসেছে-9.00 am. -এ | বন্ধুদের সাথে গল্প করেছে- 11 am. -এ | সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে- 1.00 pm. | সে দুপুরে ভাত খাবার পরে 4.00 pm -এ মাঠে খেলতে গেছে।সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল – 10.00 pm-এ |
2. আজ আমি 10.20 am-এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেড়িয়েছি , 4.45 pm-এ বাড়ি ফিরে এলাম আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি।

3. দেবা কাল 10.25 pm-এ শুয়ে পড়ল। কিন্তু আজ 6.10 am -এ ঘুম থেকে উঠে পড়ল। হিসাব করে দিখে দেবা কতক্ষণ ঘুমিয়েছে।

4.আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। কিন্তু আমরা 20:44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে।

5. আজ ইতিহাস পরীক্ষা। 11:30am-এ পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি 13:15 ; এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি । 2.30 pm-এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারব হিসাব করি এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কী সময় দেখব হিসাব করে আগেই বের করার চেষ্টা করি।

6. বাড়ি থেকে বাসে চেড়ে বাবার অফিসে পৌঁছোতে 2 ঘণ্টা 27 মিটি সময় লেগেছে। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘণ্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগল ।

7.


- যোগ ও বিয়োগ করি :
a) (4 ঘণ্টা 33 মিনিট 20 সেকেন্ড) + (9 ঘণ্টা 52 মিনিট 25 সেকেন্ড)

b) 6 ঘণ্টা 42 মিনিট 2 সেকেন্ড) – (2 ঘণ্টা 55 মিনিট 42 সেকেন্ড)

c) (18 ঘণ্টা 19 মিনিট 15 সেকেন্ড) + (9 ঘণ্টা 55 মিনিট 48 সেকেন্ড)

d) (23 ঘণ্টা 7 মিনিট) – (19 ঘণ্টা 29 মিনিট 18 সেকেন্ড )
