Wb ganit prabha math class 6 math chapter 19.3 solution

নিজে করি–19.3 Class 6 | সময়ের পরিমাপ

1. 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি।

উঃ। 2010 সালের 1 মার্চ মঙ্গলবার।

2. 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার। 2. 01/02/2012 বুধবার ছিল। তবে নীচের

তারিখগুলি কী বার ছিল হিসাব করি।

01/03/2002 , 01/04/2012 , 01/05/2012 , 04/06/2012

01/03/2012 বৃহস্পতিবার

01/04/2012 রবিবার

01/05/2012 মঙ্গলবার

04/06/2012

এখানে দেওয়া আছে 04/06/2012 অর্থাৎ 3+4=7 দিন। অর্থাৎ মঙ্গলবারের পর 7 দিন।

3.1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। 1997

সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি।

সমাধান :

যেহেতু 1996 সালটি লিপইয়ার। সেহেতু 1996 সালটির দিন সংখ্যা = 366 দিন।

1997 সালের 1 জানুয়ারির দিন সংখ্যা 1 দিন

1996 সালের 1 জানুয়ারি-1997 সালের 1 জানুয়ারি পর্যন্ত দিন সংখ্যা (366+1) = 367 দিন। এখন 367 দিন। 52 সপ্তাহ 3 দিন। যেহেতু 1 জানুয়ারি 1996 ছিল সোমবার। সুতরাং সেই দিন থেকে প্রত্যেক সপ্তাহ শেষ হবে রবিবার।

সেই কারণে 52 সপ্তাহের শেষ দিনটি হবে রবিবার অবশিষ্ট 3 দিনকে আমরা পূর্বের দিক থেকে গুণে আসব অর্থাৎ ররিবারের পর সোমবার, মঙ্গলবার ও বুধবার।

.:.1 জানুয়ারি 1997 সাল ছিল বুধবার।

4. 2004 সালের 1 মার্চ সোমবার। 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি।

সমাধান :

2004 সালের 1 মার্চ – 2004 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দিন সংখ্যা হলো 306 দিন। 2005 সালের 1 জানুয়ারি থেকে 2005 সালের 1 এপ্রিল পর্যন্ত দিনসংখ্যা হলো 91 দিন = মোট দিন সংখ্যা 397 দিন।

.:. 2005 সালের 1 এপ্রিল ছিল শুক্রবার।

5. 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি।

সমাধান :

1 জুন 2006-31 ডিসেম্বর 2006 পর্যন্ত দিন সংখ্যা = 214 দিন।

2007 সালের দিন সংখ্যা = 365 দিন

1 জানুয়ারি 2008-1 জুন 2008 পর্যন্ত দিন সংখ্যা= 153

মোট দিন সংখ্যা 732 দিন। এই 732 কে 7 দ্বারা ভাগ করে পাই 104 সপ্তাহ 4 দিন। এখানে যেহেতু 1 জুন 2008 ছিল মঙ্গলবার। সপ্তাহ শেষ হয়েছে সেই দিনই।

সপ্তাহ আরম্ভ হয়েছে বুধবার।

6. 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হিসাব করি।

সমাধান :

2013 সালের 15 আগস্ট-31 ডিসেম্বর

পর্যন্ত দিন সংখ্যা হল = 139 দিন

2014 সালের দিন সংখ্যা = 365 দিন

2015 সালের দিন সংখ্যা = 365 দিন

2016 সালের 1 জানুয়ারি – 15

আগস্ট পর্যন্ত দিন সংখ্যা ছিল = 228 দিন

মোট দিন সংখ্যা = 1097 দিন

.:. 2016 সালের 15 আগস্ট হবে সোমবার।

7. ক্যালেন্ডার দেখে 2013 সালের নীচের দিনগুলি সপ্তাহের কোন্ বার ছিল লিখি ও 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন্ বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি।

সমাধান :

2013 সালে

শিশু দিবস 14 নভেম্বর – বৃহস্পতিবার

শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর – বৃহস্পতিবার

গান্ধি জয়ন্তী 2 অক্টোবর – বুধবার

প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি – শনিবার

নেতাজি জয়ন্তী 23 জানুয়ারি – বুধবার

বিশ্ব পরিবেশ দিবস 5 জুন – বুধবার

2011 সালের 14 নভেম্বর 2013 সালে 14 নভেম্বর

= 732 দিন।

.:. 2011 সালের 14 নভেম্বর সোমবার ছিল।

2011 সালের 5 সেপ্টেম্বর 2013 সালের 5 সেপ্টেম্বর = 732 দিন

2011 সালের 5 সেপ্টেম্বর ছিল সোমবার।

2011 সালের 2 অক্টোবর 2013 সালের 2 অক্টোবর = 732 দিন

.:. 2011 সালের 2 অক্টোবর ছিল রবিবার।

2011 সালের 26 জানুয়ারি 2013 সালের 26 জানুয়ারি = 732 দিন

.:. 2011 সালের 26 জানুয়ারি ছিল বুধবার।

2011 সালের 23 জানুয়ারি 2013 সালের 23 জানুয়ারি

= 732 দিন।

.::. 2011 সালের 26 জানুয়ারি ছিল রবিবার।

2011 সালের 5 জুন 2013 সালের 5 জুন পর্যন্ত = 732 দিন

দিন সংখ্যা

.. 2011 সালের 5 জুন ছিল রবিবার।

(ভাগটি প্রথমের অঙ্কে করে দেওয়া আছে)।

8. (a) 1895 সাল থেকে 1915 পর্যন্ত লিপইয়ার

লিখি।

1896, 1904, 1908 @ 1912

8. (b) 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপইয়ার

লিখি।

: 1948, 1950, 1956, 1960, 1964, 1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012

9. আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট চার বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম।

আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে

ছিলাম হিসাব করি।

সমাধান :

2010 সালের মোট দিন সংখ্যা = 365 দিন

2011 সালের মোট দিন সংখ্যা – 365 দিন

2012 সালের মোট দিন সংখ্যা = 366 দিন

2013 সালের মোট দিন সংখ্যা = 365 দিন মোট দিন সংখ্যা 1461 দিন।

: আমি মোট 1461 দিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম।

10. 15 ডিসেম্বর আমার জন্মদিন। 2013 সালের জন্মদিন ছিল রবিবার। 2014, 2015 ও 2016 সালে আমার জন্মদিন কী বার ছিল হিসাব করি।

সমাধান :

15 ডিসেম্বর 2013 থেকে15 ডিসেম্বর 2013 = 365 দিন

.:. 2014 সালের 15 ডিসেম্বর ছিল সোমবার।

15 ডিসেম্বর 2014 থেকে 15 ডিসেম্বর 2014 = 365 দিন

.:. 2015 সালের 15 ডিসেম্বর ছিল মঙ্গলবার।

15 ডিসেম্বর 2015 থেকে 15 ডিসেম্বর 2016 52 = 366 দিন।

365 দিন।

2016 সালের 15 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার।

11. ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত হিসাব লিপইয়ার কতগুলি সাল হয়েছে তা লেখো।

1948, 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012

Leave a Comment