নিজে করি -19.2 class 6 সময়ের পরিমাপ
1. দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন । আজ তিনি নিজেই বাড়ি দুটির সমান মাপের জানালা রং করবেন। প্রতিটি জানালার দুটো পাল্লা । যদি প্রতিটি পাল্লা রং করতে 2 ঘণ্টা 15 মিনিট করে সময় লাগে, তবে দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসাব করি।

2. ফণিদা 11 ঘণ্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি 1টি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করি। ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগে।

3. (a) 3 ঘণ্টা 26 মিনিট x 4 = কত ঘণ্টা কত মিনিট ?

3. (b) 7 ঘণ্টা 13 মিনিট × 12 = কত ঘণ্টা কত মিনিট ?

3. (c) 3 ঘণ্টা 27 মিনিট : 9 = কত মিনিট, কত সেকেন্ড ?

3. (d) 15 ঘণ্টা + 12 = কত ঘণ্টা, কত মিনিট ?

3. (e) 6 ঘণ্টা 18 সেকেন্ড + 9 = কত মিনিট, কত সেকেন্ড ?
